মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫১| আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩
অ- অ+

মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে এদিন ভো‌রে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির (২৬) ও একই এলাকার নূর মোহাম্মদ কবিরাজের ছেলে অন্তর কবিরাজ (২৪)। এর মধ্যে আকাশের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ একাধিক অপরাধে ১৪টি মামলা রয়েছে। এ ছাড়াও শরীয়তপুরের জাজিরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। অন্তর কবিরাজের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় রয়েছে আরও ৫টি মামলা।

পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে জেলা শহরে ছিনতাই, চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে আকাশ ও অন্তর জড়িত বলে পুলিশ জানতে পারে। তাদের ধরতে একাধিকবার অভিযানও চালায় পুলিশ। পরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভোর রাতে রাস্তি এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও অন্তরকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, ‘শীর্ষ ওই দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের ধরতেও পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত ওই দুই আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় ১৯টি মামলা রয়েছে। শরীয়তপুরের জাজিরা থানায় আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।’

(ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা