সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এসব পণ্যের মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
বুধ ও বৃহস্পতিবার সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, সানগ্লাস, প্রসাধন সামগ্রী, চিনি, চকলেট, সিএনজির যন্ত্রাংশ এবং মদ, কুইচা মাছ, সুপারি জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬৯ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে সুনামগঞ্জের নারায়ণতলা বিওপির জেসিও নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বুধবার (১৮ ডিসেম্বর) পৃথক দুটি অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া ফ্যাব্রিক্সের থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করে। যার সিজার মূল্য ৪০ লাখ ২৫ হাজার টাকা।
অপরদিকে একই দিনে চিনাকান্দি বিওপির টহলদল চিনি ও সুপারি, চারাগাঁও বিওপি টহলদল কয়লা, বনগাঁও বিওপির টহলদল জিরা, লাউরগড় বিওপির টহলদল গরু এবং ভুলুরা বিওপির টহলদল কম্বল আটক করে। যার সিজার মূল্য ৫ লাখ ১০ হাজার ১৫০ টাকা।
বিয়ষটি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির।
তিনি জানান, আটককৃত থান কাপড়, কসমেটিক্স, চিনি, সুপারি, কম্বল, জিরা, গরু ও কয়লা শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। সীমান্তে কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।(ঢাকা টাইমস/১৯ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন