বিওএ’র ম্যারাথনের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ‘বিওএ ম্যারাথন ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত রূপগঞ্জের জলসিঁড়ি আবাসিক প্রকল্প এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

ভেটেরান এবং সাধারণ বিভাগে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেন প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ। ম্যারাথনের সব ক্যাটাগরি মিলিয়ে বিজয়ীদের মাঝে ৭২ লাখ ৯০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন সেনাপ্রধান।

এর আগে শুক্রবার সকাল ৬ টা থেকে বিওএ ম্যারাথনে প্রতিযোগিতার দুটি ক্যাটাগরিতে ১০ কিলোমিটার রেস ও হাফ ম্যারাথন (২১.১০) কিলোমিটার এবং ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ভেটেরান ক্যাটাগরিতে দৌড়ান।

ক্যাটাগরি ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারীকে ১ লাখ ৭৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। ক্রমানুসারে আর্থিক পুরস্কার দেওয়া হয় ২০তম পর্যন্ত ।

পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান ওয়াকার উজ জামান বলেন, ‘বিওএ প্রথমবার ম্যারাথন আয়োজন করেছে। সাধারণ জনগণের শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এই আয়োজন। বিওএ’র বছরে অন্তত দুইবার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলে, ‘আগামীতে বড় পরিসরে এই প্রতিযোগতার আয়োজন করা হবে।’ এ সময় অলিম্পিক ও জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষকে এমন আয়োজন সফল করতে সহযোগিতা করায় ধন্যবাদ জানান সেনাপ্রধান।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা