নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯| আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮
অ- অ+

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে তার ছয় কক্ষবিশিষ্ট দালান ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

কায়েস মোল্লা বলেন, ‘আগুন আমার সব শেষ করে দিল। আমার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
মতিঝিলে অর্ধকোটি টাকা ডাকাতির প্রস্তুতি, র‌্যাবের কটি-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫
বগুড়ায় দাদি-নাতবউকে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার  
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা