বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:২৫| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭
অ- অ+

বগুড়ার ধুনটে শ্রাবণী আক্তার খুশি (১৫) নামে এক তরুণী মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর শ্রাবণী আক্তার খুশির নাম পাল্টে রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। খুশি ওই এলাকার খোকন মিয়ার বড় মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবণী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্রী। এক বছর থেকে তার আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ্য করা যায়। গত ৬ মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার।

এদিকে শনিবার সকালে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভিড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

শ্রাবণী আক্তার খুশি জানান, মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ায় আমার কোনো দুঃখ নেই। বাবার কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া বলেন, ‘আমার মেয়ের আচরণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। গত ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার ছেলেতে রূপান্তর হয়েছে বলে সাব্যস্ত হয়। গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে আসি। পরে আমার বাড়ির মুরুব্বিদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোশাক পরিয়ে দিই। শনিবার সকালে মুরুব্বিদের সাথে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ৩ মেয়ে ছিল। কোনো ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার খুব খুশি।’

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার পলাশ মিঞা বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তিনি ছবি দেখেছেন। তবে তিনি এখনও ঘটনাস্থলে যাননি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, বিষয়টি তাদের জানা নেই।

(ঢাকা টাইমস/২১ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা