জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিকের মৃত্যু

জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দুই ইজিবাইকের চাপায় নুরুল হক জঙ্গি (৭৫) নামে এক প্রবীণ সাংবাদিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় তিনি গুরুতর আহত হন।
নিহত নুরুল হক জঙ্গী মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াবাজার থেকে বাগানবাড়ি পত্রিকা অফিসে ফেরার পথে দুই ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন নুরুল হক জঙ্গী। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করেন নিহত সাংবাদিক নুরুল হক জঙ্গীর জামাতা মো. জিয়াউর রাফি।
(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন