ব্যবসাপ্রতিষ্ঠানে তালা মেরে রাখার অভিযোগ যুবলীগ-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি শরীয়তপুর, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭
অ- অ+

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের সিড্যা আমিনবাজারে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ব্যবসাপ্রতিষ্ঠানে দেড় বছর তালা মেরে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিনের বিরুদ্ধে।

ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুলতে গিয়ে কয়েকবার বাধা হুমকির মুখে পড়েন বলে জানান ভুক্তভোগীরা।

রোববার (২২ ডিসেম্বর) সকালে সিড্যা আমিনবাজারে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ফারুক হোসেন বাবুল তার পরিবার এসব অভিযোগ করেন।

ফারুক হোসেন বাবুল বলেন, ‘আমি অবসর গ্রহণের টাকা দিয়ে কাগজপত্র যাচাই-বাচাই করে সিড্যা আমিনবাজার দুটি দোকান কিনি এবং নামজারি করি। সবকিছু বৈধ থাকার পরেও ডামুড্যা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার দোকান দেড় বছর যাবৎ তালা মেরে রেখেছে।’ আমিন ও জিয়া সহোদর বলে জানান তিনি।

দোকানের তালা খুলতে গিয়ে কয়েকবার বাধা হুমকির মুখে পড়েছেন অভিযোগ করে ফারুক হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে আমাদের অভিযোগ গ্রহণ করেনি।’ দোকান খুলে যাতে ব্যবসা বা ভাড়া দিতে পারেন, এ ব্যাপারে প্রশাসন সরকারের কাছে দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাব্বি আমিন বলেন, ‘ওই দোকান ঘরের ভিটা আমার দাদা তার বন্ধু মেছের আলী মৃধাকে দিয়েছিল। পরে মেছের আলীর কাছ থেকে ১২ লাখ টাকা দিয়ে ফারুক হোসেন বাবুল দোকান কিনেছেন। কিন্তু সেই দোকানের ভিতর আমাদের ২৭ পয়েন্ট জমি আছে। তাই দোকান বন্ধ করে রাখা হয়েছিল। আর তারা থানায় অভিযোগ করতে যাবে আমরা বাধা দেব কেন!’

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মাইনউদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিতভাবে আমাকে জানালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা