পলাশবাড়ীতে মহিলাদলের কমিটিতে ওবায়দুল কাদেরের ‘বান্ধবী’, অতঃপর…

আওয়ামী লীগ নেত্রী এবং ওবায়দুল কাদেরসহ ওই দলের অনেক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা থাকা আরজিনা পারভীন চাঁদনীকে সভাপতি করে সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ী থানা মহিলাদলের কমিটি গঠন করা হয়, যদিও পরে সেই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে রবিবার রাত ১১টা ১০ মিনিটে লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এ পোস্টে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে চাঁদনীর ছবিও পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, “গাইবান্ধায় পলাশবাড়ী থানা মহিলাদলের সভাপতি হয়েছেন আওয়ামী লীগ নেত্রী এবং ওবায়দুল কাদেরের বান্ধবী চাঁদনী!”
তিনি আরও লেখেন, “চাঁদনী আপা এমপি হতে চান। লীগ থেকে হয়নি, তাতে কি, বিএনপির পদ পেয়ে গেছেন!!
আপডেট: কমিটি পরে বাতিল করা হয়েছে।”
স্থানীয় সূত্রেও এ বিতর্কিত কমিটি গঠনের তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, ২০ ডিসেম্বর দলীয় প্যাডে গাইবান্ধা জেলা মহিলাদলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পলাশবাড়ী উপজেলা মহিলাদলের কমিটি প্রকাশ করা হয়। চাঁদনীকে সভাপতি ও সুরাইয়া বেগম শিউলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণার পর সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান।
মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কমিটি দেওয়া বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আরজিনা পারভীন চাঁদনী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে। এসব ছবি পোস্ট করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
কমিটিতে চাঁদনী ছাড়াও সাংগাঠনিক রাখা হয়েছিল আওয়ামী লীগ নেত্রী নাসিমা আকতারকে, যিনি পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ছিলেন।
এ বিষয়ে গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা জানিয়েছেন, বিভিন্ন মহলে নানা ধরনের প্রশ্ন ওঠায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।”
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এফএ)

মন্তব্য করুন