সত্য ঘটনা নিয়ে মমর নাটক ‘টু বি অর নট টু বি’

চার বছর আগের একটি ধর্ষণের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত নাটক নাম ‘টু বি অর নট টু বি’। এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।সম্প্রতি এই নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকটি বানিয়েছেন নির্মাতা প্রীতি দত্ত।
মম ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহমুদুল ইসলাম মিঠু, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ।
নাটকটিতে অভিনয় নিয়ে মম বলেন, ‘ধর্ষণের শিকার একজন শিক্ষার্থীর ঘটনার ছায়া অবলম্বনে এই নাটকে কাজ করতে গিয়ে চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এল। এই চরিত্রে কাজ করাটা বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত লাগে। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানান চরিত্রে আসা লাগে।’
নির্মাতা প্রীতি দত্ত জানান, ইউটিউবে প্রচারিত হবে ‘টু বি অর নট টু বি’। রাজধানীর একটি সংবাদপত্রের কার্যালয়, উত্তরা এবং দিয়াবাড়ি এলাকায় এই নাটকের শুটিং হয়েছে।(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/ডিএম)

মন্তব্য করুন