কাহারোলে আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬
অ- অ+

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে আগাম জাতের আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার আলুচাষিদের সাথে কথা বলে জানা গেছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে, দাম গতবারের তুলনায় এবার বেশি। ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন কৃষক। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাজি কাঠনা এলাকায় মো. আফজালের জমিতে কারিজ জাতের আলু প্রতি কেজি পাইকারি দরে বিক্রি হয়েছে ৪৭ টাকা।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে এবার আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫৮০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে উপজেলায়।

কাহারোল উপজেলার বলরামপুর গ্রামের মো. শাহাজাহান আলী বলেন, এবার লাভের আশায় ১ বিঘা জমিতে কারিজ জাতের আলু লাগিয়েছিলাম। জমি থেকে ৪৮ টাকা কেজি দরে আলু নিয়ে গেছে ঢাকার কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. আব্দুল হালিম। কৃষক শাহাজাহান বলেন, এবার আলুর ফলন ভালো হওয়ায় খরচ বাদ দিয়ে লাভ বেশি হয়েছে।

অপর কৃষক মো. জসিম বলেন, ১ বিঘা জমি আবাদ করে প্রায় ৯৫ হাজার টাকা লাভ হয়েছে।

তিনি বলেন, আগাম আলুর ফলন ভালো হওয়ায় দাম বেশি পেয়ে লাভের মুখ দেখছি।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, আগাম জাতের আলু ৬৫ থেকে ৭০ দিনের মধ্যে তুলতে পারেন কৃষক। সাধারণত আগাম জাতের আলুর ফলন হেক্টরপ্রতি ১০ থেকে ১২ মেট্রিক টন। তবে মাঠ পর্যায়ে আমরা দেখছি হেক্টরপ্রতি ১৫ থেকে ১৬ মেট্রিক টন পর্যন্ত আলু উৎপাদন হযেছে। উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকেরা ভালো লাভবান হচ্ছেন।

তিনি বলেন, কৃষকদের আলু চাষে সকল প্রকার সহযোগিতার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

(ঢাকা টাইমস/২৪ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা