আখাউড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:০১
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আব্দুল্লাহ (৩০) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের আবুল মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. জহিরুল হক ও এসআই মো. আব্দুল আলীম ফোর্স নিয়ে বুধবার রাত ২টার দিকে হীরাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪ (খ)/৪১ এর ধারায় আখাউড়া থানার ২০২৩ সালের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা