সচিবালয়ে অগ্নিকাণ্ড: বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এব বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কীভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়।
তিনি বলেন, সচিবালয় এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কি না তা তদন্ত করা দরকার। দেশবাসী মনে করে, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা আছে কি না তা খতিয়ে দেখা দরকার।
গোলাম পরওয়ার বলেন, আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরও সচেতন এবং সতর্ক হওয়া দরকার।
ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/জেবি/ইএস

মন্তব্য করুন