মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিপ্লব, সম্পাদক মানিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮
অ- অ+

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী বিপ্লব হাসান এবং ভোটগ্রহণের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন মানিক।

৯ সদস্য বিশিষ্ট কমিটিতে ছয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার দুপুর ২টা থেকে শহরের খালইস্ট এলাকার সংগঠনটির জেলা কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ৮৬ জন ভোটারের মধ্যে তিনটি পদে ৮১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত হোসেন মানিক সরাসরি ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুবেল পেয়েছেন ১৮ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাঈদ সৌরভ পেয়েছেন ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফ পেয়েছেন ১৩ ভোট ও সাধারণ সদস্য পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ হাসান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ২৯ ভোট।

পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে কাজী বিপ্লব হাসান, সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মো. শাহআলম।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা