টেকনাফে বনকর্তাসহ ১৯ শ্রমিক অপহৃত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:১২| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:০১
অ- অ+

কক্সবাজারের টেকনাফে এক বনকর্মকর্তাসহ ১৯ শ্রমিক অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে ।

সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর পাশে পাহাড়ে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

অপহৃতদের মধ্যে রোহিঙ্গা শ্রমিকরাও রয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হিমেল রায়।

অপহৃতরা হলেন— আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), শামসু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১) সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮) , সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক। ১৯ জন অপহরণের অভিযোগ পাওয়া গেলেও দুজনের নাম-ঠিকানা এখনো নিশ্চিত করা যায়নি।

টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

(ঢাকা টাইমস/৩০ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা