টেকনাফে সিএনজিচালকসহ ফের ৮ জন অপহরণ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২| আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:০১
অ- অ+

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে দুই সিএনজিচালকসহ ৮ জন অপহরণের শিকার হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে অপহৃতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়েছেন শামলাপুর সিএনজির (অটোরিকশা) লাইনম্যান মো. আবদুর রহিম।

তিনি বলেন, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে হোয়াইক্যং থেকে শামলাপুরগামী দুটি সিএনজি (অটোরিকশা) হোয়াইক্যং-শামলাপুর সড়কের ঢালা থেকে সিএনজি চালকসহ আনুমানিক ৭ জনকে ডাকাতদলের সদস্যরা অপহরণ করে এবং সিএনজির দুটির গ্লাসও ভেঙে দেয়। এ ঘটনার খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন বলে তিনি জানান।

অপরদিকে স্থানীয় মেম্বার ছৈয়দ হোসেন বলেন, সোমবার রাতে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলের মুদি দোকানদার জসিম উদ্দিনকে দোকান থেকে ১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাতদল অস্ত্রের মুখে আটক করে পাহাড়ের দিকে নিয়ে গেছেন।

এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুটি সিএনজি (অটোরিকশা) থেকে চালকসহ যাত্রী অপহরণের ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। কতজন অপহরণ হলেন তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। সিএনজি দুটি উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ি বনে কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত সবার কাছ থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানা গেছে।

(ঢাকা টাইমস/৩১ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা