কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:০৭| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:৫২

রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার তেজগাঁও থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।
মোবারক হোসেন বলেন, তেজগাঁও ও আশেপাশের এলাকায় রাসেল চাঁদাবাজি করেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়ে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তেজগাঁও থানায় চারটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন