শিক্ষার্থীদের ওপর হামলা: বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ তাকে গ্রেপ্তার করে। সজিবের বিরুদ্ধে জুলাইয়ে ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
হাজারীবাগের জাফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।
লালবাগ ডিবি পুলিশ জানিয়েছে, ১৫ জুলাই বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাবি শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র দিয়ে তাদের ওপর দফায় দফায় হামলা চালায়। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ঘটনায় ঢাবি শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে ২১ অক্টোবর শাহবাগ থানায় মামলা করেন, যাতে সজিবকে ১৪ নম্বর আসামি করা হয়।
সূত্র বলছে, বর্তমানে মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সজিবকে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এসএস/ইএস)

মন্তব্য করুন