এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দাও: ভারতীয় দলের উদ্দেশ্যে গাভাস্কার

নতুন বছরের শুরুতেই বড় এক ধাক্কা খেলো ভারত ক্রিকেট দল। ভারত-অস্ট্রেলিয়ার দেড়মাসব্যাপী বর্ডার-গাভাস্কার সিরিজ আজ (রবিবার) শেষ হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। হারের বৃত্তে বন্দী ভারত সিডনি টেস্টেও হারের মুখ দেখেছে । পার্থে বড় জয় দিয়ে সিরিজ শুরু করা ভারত সিডনি টেস্টে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।
অস্ট্রেলিয়া সিরিজ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে। তাতে ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের হাতছাড়া হয়েছে। ভারতের এই সিরিজ হার কিছুতেই মেনে নিতে পারছেন না কিংবদন্তি সুনীল গাভাস্কার। সিডনি টেস্টে ভারতের হারে ভয়ঙ্কর ক্ষেপেছেন তিনি।
রবিবার (৫ ডিসেম্বর) সিডনি টেস্টের তৃতীয় দিনে ভারত ১৫৭ রানেই গুটিয়ে যায়। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মধ্যাহ্ন বিরতির পরপরই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। এই বছর জুনে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
বোর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগও হারিয়েছে ভারত। রোহিত শর্মার দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ কিংবদন্তি সুনীল গাভাস্কার। ভারতীয় দলকে বিদ্রূপের ভাষায় তিরস্কার করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে গাভাস্কারকে ভারতের সাবেক পেসার ইরফান পাঠানের পাশে দাঁড়িয়ে ব্রডকাস্টারকে সাক্ষাৎকার দিতে দেখা যায়। সেখানেই ভারতীয় দলকে বিদ্রূপ করতে দেখা যায় তাকে।
গাভাস্কারকে যখন উপস্থাপক জিজ্ঞেস করেন, এই সিরিজের পর ভারত কীভাবে নিজেদের উন্নতি করতে পারে? জবাবে রোহিত শর্মার দলের উদ্দেশ্যে গাভাস্কার বলেন, ‘আমরা কে? আমরা ক্রিকেটের কিছুই জানি না। আমরা শুধু টিভির জন্যই বলতে পারি এবং তার জন্য টাকা পাই, আমাদের কথা শুনবে না, আমরা কিছুই না। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দাও।’
তবে এবারই যে প্রথম গাভাস্কার ভারতীয় দলকে ধুয়ে দিলেন, বিষয়টা এমন নয়। এই সিরিজ চলাকালীনই রিশভ পন্তকে অবিবেচক শট খেলে আউট হওয়ায় কঠোর সমালোচনা করেছিলেন গাভাস্কার। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে যখন ভারত একটা জুটির অপেক্ষায় তখন আত্মঘাতী হয়েছিলেন পন্ত। অপ্রয়োজনীয় র্যাম্প শট খেলে ক্যাচ তুলে দেন। অথচ ভারত তখন অস্ট্রেলিয়ার দেয়া ৪৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯১ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছে।
পন্তের এমন শট খেলার প্রেক্ষিতে গাভাস্কার ‘স্টুপিড’ বলে তিরস্কার করেন। ধারাভাষ্যে তিনি আরও বলেন, ‘তুমি সেখানে দুজন ফিল্ডার দেখতে পারছ এবং এরপরো তুমি এটা করছ। তুমি আগের শটেই মিস করেছ এবং কোথাও ধরা পড়েছ দেখো। তুমি ডিপ থার্ডম্যানে ধরা পড়েছ।’ (ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন