ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা বাংলাদেশের

চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের সফরে যাবে বাংলাদেশ নারী দল। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। আসন্ন এই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাবে বাংলাদেশ। তার আগে সোমবার (৬ জানুয়ারি) দল ঘোষণা করা হল। বাংলাদেশ দলে রাখা হয়নি অলরাউন্ডার জাহানারা আলমকে।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন নাহিদা আক্তার।
১৯ জানুয়ারি প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২১ ও ২৪ জানুয়ারি। ২৭ জানুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।
(ঢাকাটাইমস/০৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন