আমাদের প্রত্যাশা দুঃস্বপ্নের দিকে এগোচ্ছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:০০
অ- অ+

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “আমাদের প্রত্যাশা ছিল, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে শান্তি ফিরে আসবে। দেশের সার্বিক পরিস্থিতি বদলাবে। কিন্তু আমাদের এই প্রত্যাশা দুঃস্বপ্নের দিকে এগোচ্ছে।”

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদে নাগরিক ঐক্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় দলটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাউসার, নাগরিকের নেতা জিল্লুর চৌধুরী দীপু, মঞ্জুর কাদির, মোস্তফা ব্যানার্জি উপস্থিত ছিলেন।

গাজীপুর সদর উপজেলা বিএনপির স্থানীয় সভাপতির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না গাজীপুরের নাগরিক ঐক্য অফিসে বিএনপির স্থানীয় নেতকর্মীর হামলার বর্ণনা দিয়ে বলেন, “এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করতে যাওয়া হয়। দুঃখের বিষয়, পুলিশ মামলা নিতে রাজি হয়নি। এমনকি এই ঘটনা বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে জানানোর জন্য একাধিকবার যোগাযোগ করেও তাদের সঙ্গে কথা বলতে পারেনি।”

তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। তবে এভাবে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা এবং নেতাদের ওপর আক্রমণ করা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারে।”

মাহমুদুর রহমান মান্না বলেন, “বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি। স্বৈরাচারের পতন ঘটাতে আমাদের অনেক নেতাকর্মী আহত-নিহত হয়েছে, জেল খেটেছে। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, নাগরিক ঐক্য সহসেই সব দলের নেতাকর্মীরা বিএনপির হাতে আহত হবে, বিএনপি দ্বারা দলীয় কার্যালয় ভাঙচুর হবে তা কাম্য নয়।

তিনি বলেন, “আমাদের ঐক্যে ফাটল ধরেনি। তবে ঐক্য আরও শক্তিশালী করা উচিত।

তিনি আরও বলেন, “নাগরিক ঐক্য এমন কোনো কার্যক্রম করেনি যে বিএনপি নেতাকর্মীরা হামলা করবে। হামলা করার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। নেতাকর্মীদের করেছে রক্তাক্ত। প্রত্যেকের মাথায় আঘাত করেছে।”

মাহমুদুর রহমান মান্না বলেন, “রাজনীতি হচ্ছে ক্ষমতার লড়াই। সেজন্য হামলা কেন। এ রকম সমস্যা দেশের বিভিন্ন স্থানে হচ্ছে। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি দেওয়া উচিত। একই সঙ্গে ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন কেন মামলা নেবে না সে বিষয়টি খতিয়ে দেখা উচিত।”

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা