জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দেওয়া হলো গ্রেড-১ কর্মকর্তাকে

বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকারকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এই সরকারি কর্মকর্তাকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছিল। জনেন্দ্র নাথ সরকার বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।
বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকারের চাকরি ২৫ বছর পূর্ণ হয়েছে। যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
জানা গেছে, একসময় জনেন্দ্র নাথ সরকার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হন।
(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন