স্বাধীনতার ৫৩ বছরেও শিক্ষকদের জীবনমানে পরিবর্তন আসেনি: উপাচার্য আমানুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৪৮| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৫৭
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও এদেশের শিক্ষকদের জীবনমানে কোনো পরিবর্তন আসেনি। প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরে শিক্ষকরা বঞ্চিত এবং অবহেলিত জীবন যাপন করছেন।

নিকট ভবিষ্যতে এই সংকট সমাধান না করা হলে দেশের শিক্ষা ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিইডিপি কর্তৃক আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের আগে শিক্ষকদের মাঝে ট্যাব বিতরণের করেন উপাচার্য।

উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো ছাড়াও অনেক অনুন্নত দেশে শিক্ষকদের বাংলাদেশ থেকে প্রায় ৫ গুণ বেশি সম্মানি পান জানিয়ে উপাচার্য বলেন, "শান্তি প্রতিষ্ঠার জন্য যে দেশে আমাদের সামরিক বাহিনী মিশনে যায় এবং শৃঙ্খলা ফেরাতে কাজ করে, সেদেশের মানুষ পর্যন্ত শিক্ষকদের কদর করে। আমাদের তুলনায় ৫ গুণ বেশি সম্মানি দেয়। আর আমার দেশের শিক্ষকরা যারা রাষ্ট্রের সব পণ্ডিত, প্রশাসক এবং রাজনীতিবিদ তৈরি করছেন নিজের সবটুকু চেষ্টা দিয়ে, তাদের বঞ্চনা সহ্য করা যায় না।

তিনি বলেন, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্হা থেকে বের হওয়ার পর সম্ভাবনাময় নতুন বাংলাদেশে এই সংকটের টেকসই এবং স্হায়ী সমাধান ছাড়া দেশের সমৃদ্ধি সম্ভব নয়।"

জাতীয় বিশ্ববিদ্যালয় এ বছর থেকে অ্যাডমিশন টেস্ট শুরু করতে যাচ্ছে জানিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেন, গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি ও অবলম্বন করবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমপিও ভুক্ত শিক্ষকদের নিয়োগ এবং বেতন জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের সঙ্গে সবরকম চেষ্টা সমন্বিতভাবে চালিয়ে যাচ্ছেন বলেও জানান উপাচার্য। এসময় তিনি সারাদেশ থেকে প্রশিক্ষণের জন্য আগত শিক্ষকদের মেধা এবং পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তাদের মাঝে ১৫০০ ট্যাব বিতরণ করেন।

ঢাকাটাইমস/০৯জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে জামায়াত
‘দেশের মানুষ আর ভোটবিহীন সরকার দেখতে চায় না’
গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র: প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি
ওষুধ মোবাইলে খরচ ও রেস্তোরাঁয় ভ্যাট বাড়ছে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা