এস এ খালেক রাজনীতির ‘ভদ্র মানুষ’, ছিলেন জাতীয়তাবাদী শক্তির পক্ষে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
অ- অ+

সদ্য প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এ খালেককে ‘রাজনীতির ভদ্র মানুষ’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই মানুষটি তার রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছিলেন বলেও জানান আমীর খসরু।

শুক্রবার বিকালে এস এ খালেকের কুলখানিতে উপস্থিত হয়ে ব্যক্তি এস এ খালেক ও তার রাজনৈতিক জীবনের প্রশংসা করে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, এস এ খালেক জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে ছিলেন। উনার পুরো রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অনেক চড়াই উতরাই নির্যাতন-নিপীড়ন দেশের ওপর হয়েছে। সেসময় খালেক সাহেব সরে দাঁড়াননি, তানার পরিবার সরে দাঁড়ায়নি। উনারা বিএনপির দুঃসময়ে সঙ্গে ছিলেন।

তিনি আরও বলেন, চাপের মুখে সুবিধাবাদি, সুবিধাভোগী হিসেবে অনেকেই দলত্যাগ করেছেন, সুবিধাভোগ করেছেন কিন্তু খালেক সাহেব সেখান থেকে দূরে ছিলেন।

ব্যক্তি এস এ খালেকের প্রশংসা করে খসরু বলেন, এস এ খালেক একজন অমায়িক ব্যক্তি ছিলেন। রাজনীতিতে বেশি ভদ্রলোক পাওয়া যায় না। কিন্তু উনি অনেক ভদ্র মানুষ ছিলেন। সবার সঙ্গে সদাচারণ করেছেন। অমায়িক ব্যবহার করেছেন। যেখানে গিয়েছেন, বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও উনি আগে সালামটি দিয়েছেন। আজ উনি আমাদের মাঝে নেই। আমরা উনার রুহের মাগফিরাত করছি দোয়া করছি।

এস এ খালেকের অনুপস্থিতিতে তার পরিবার মিরপুরবাসীর পাশে থাকবে প্রত্যাশা ব্যক্ত করে আমীর খসরু বলেন, মিরপুরবাসীসহ এই এলাকায় আপনারা যারা উনার সঙ্গে এতদিন সময় কাটিয়েছেন, রাজনীতি করেছেন, সমাজসেবা করেছেন তারা উনার অনুপস্থিতি অনুভব করবেন। আমি আশা করছি তিনি যে কর্মযজ্ঞ রেখে গেছেন তার পরিবার সেটা অব্যাহত রাখবে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
শিশুর চোখে ভুল অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার
বিদায়ী ভাষণে ‘বিপজ্জনক’ ধনিকতন্ত্র বিষয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন
বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা