অ্যাডভোকেট মোশারফের চিকিৎসায় আর্থিক সহযোগিতা দিলো ‘জাতীয় অন্ধ কল্যাণ সমিতি’
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বোর্ড অব ডাইরেক্টস এর সদস্য অ্যাডভোকেট মোশারফ হোসেনকে (দৃষ্টি প্রতিবন্ধী) চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।
সমিতির বোর্ড অব ডাইরেক্টর্স এর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন এই অনুদানের টাকা তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা।
সমিতির পক্ষ থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় চক্ষু হাসপাতাল পরিচালনাসহ দৃষ্টি প্রতিবন্ধীদের (অন্ধ) চিকিৎসা ও উচ্চশিক্ষার জন্য ভাতা প্রদান করা হয়।
সমিতির অর্থায়নে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেক দৃষ্টিপ্রতিবন্ধী (অন্ধ) ইতোমধ্যে আইনজীবী, আর্কিটেক, ইঞ্জিনিয়ার হয়েছেন। যার মধ্যে অন্যতম অ্যাডভোকেট মোশারফ হোসেন (অন্ধ)। যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য।
দৃষ্টি প্রতিবন্ধীদের উচ্চতর ভোকেশনাল ট্রেনিং দেওয়া এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প যা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক অন্ধ ভিক্ষাবৃত্তি পরিহার করে সাবলম্বী হয়েছেন। চক্ষু চিকিৎসা দেশের প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ জোরদার করা হয়েছে।
ঢাকাটাইমস/১১জানুয়ারি/ইএস
মন্তব্য করুন