জাকির-রনির জোড়া অর্ধশতকে বড় সংগ্রহ সিলেটের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, ১৫:২৩
অ- অ+

চলতি বিপিএলে টানা তিন ম্যাচে হারলেও নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকাকে হারিযে নিজেদের প্রথম জয় তুলে নেয় সিলেট। ঢাকাকে হারিয়ে ফুরপুরে মেজাজে থাকা সিলেট খুলনার বিপক্ষে খেলতে নেমে জাকির হাসান ও রনি তালুকদারের জোড়া অর্ধষশতকে বড় সংগ্রহ গড়েছে।

আজ রবিবার (১২ জানুয়ারি) নিজেদের পঞ্চম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। দলীয় ১৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। এরপর জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকির হাসান ও রনি তালুকদার। এই দুই ব্যাটারই আজ তুলে নেন জোড়া অর্ধশতক। ৫৬ রান করে রনি তালুকদার ফিরে গেলেও শেষদিকে জাকির হাসানের ঝড়ে বড় সংগ্রহ পায় সিলেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে তারা। জাকির হাসান অপরাজিত থাকেন ৭৫ রানে।

সিলেটের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রনি তালুকদার ও রাকিম কর্নওয়াল। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। আজকের ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ রাকিম কর্নওয়াল। খুলনার বিপক্ষে আজ তিনি ৫ বলে ৪ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তার বিদায়ে ৭ রানেই ওপেনিং জুটি ভাঙে সিলেটের।

রাকিম কর্নওয়ালের পর দ্রুত সাজঘরে ফিরে যান জর্জ মুন্সিও। ৭ বলে মাত্র ২ রান করেই নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ১৫ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।

১৫ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকির হাসান ও রনি তালুকদার। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে সিলেট। এই দুই ব্যাটারই আজ তুলে নেন জোড়া অর্ধশতক। জাকির ২৯ বলে ও রনি ৩৯ বলে তুলে নেন অর্ধশতক। জাকির হাসান আগের ম্যাচে ঢাকার বিপক্ষেও তুলে নিয়েছেন অর্ধশতক।

অবশেষে ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিকে থামিয়ে খুলনাকে স্বস্তিকে এনে দেন আবু হায়দার রনি। আবু হায়দার রনির বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৪৪ বলে ৫৬ রান করা রনি তালুকদার। তার বিদায়ে ভাঙে ১০৬ রানের জুটি।

রনি তালুকদাদের বিদায়ের পর অ্যারন জোন্সের সাথে জুটি বাঁধেন অর্ধশতক তুলে নেওয়া জকির হাসান। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে সিলেট। তবে দলীয় ১৫০ রানে অ্যারন জোন্সের বিদায়ে ২৯ রানেই ভেঙে যায় এই জুটি। ৬ বলে ২০ রান করে জিয়াউর রহমানের বলে মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান অ্যারন জোন্স।

অ্যারন জোন্সের বিাদয়ের পরের বলেই জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে শুন্য রান করেই সাজঘরে ফিরে যান জাকের আলী অনিক। তার বিদায়ে ১৫০ রানেই ৫ উইকেট হারায় সিলেট।

এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ের পর জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সিলেটের অধিনায়ক আরিফুল হক ও জাকির হাসান। ষষ্ঠ উইকেটে এই জুটির ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানে থামে সিলেট। আরিফুল হক ১৩ বলে ২১ ও জাকির হাসান ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা