ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট যে কারণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১৫| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৬
অ- অ+

সকাল সকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আটকে গেছে শত শত গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যে ছুটে চলা যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বড় আকারের কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে বিকল হয়ে পড়ে। এরপরই ধীরে ধীরে গাড়ি এসে জমতে থাকে ওই স্থানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট ১০ কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। পরে সেটি বিকল হয়ে আটকে পড়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে বিকল হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। বিকল গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
নরসিংদীতে এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা