জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ অভিযুক্তদের কল রেকর্ড প্রসিকিউশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:০৩| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
অ- অ+

ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব তথ্য জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি এম সুলতান মাহমুদ।

প্রসিকিউটররা আরও জানিয়েছেন, এসব তথ্য ও প্রমাণের ভিত্তিতে নতুন দিক উন্মোচন হতে পারে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদপেক্ষ গ্রহণের জন্য সেগুলো ব্যবহার করা হবে।

জুলাই ও আগস্ট মাসে হওয়া গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষা করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ বিষয়ে প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ এক সংবাদ সম্মেলনে জানান, ‘শেখ হাসিনাসহ যারা কল রেকর্ডে জড়িত, তাদের অডিও রেকর্ডগুলোর অথেনটিকেশন প্রমাণ করতে আমরা ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছি। সিআইডিসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রসিকিউশন জানায়, এসব তথ্য-প্রমাণ আন্তর্জাতিক আদালতে গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদপেক্ষ নেওয়া হচ্ছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ লুকানোর জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তারা আরও বলেন, এসব তথ্য সংগ্রহে যেসব সংস্থার সাহায্য নেওয়া হয়েছে, সেখানেও কিছু ক্ষেত্রে অসহযোগিতার মুখোমুখি হতে হয়েছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
নরসিংদীতে এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা