ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ আটক ৪

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪
অ- অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় পাওনা টাকা নিয়ে বাড়িতে হামলার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৫ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃ ব্যক্তিরা হলেন, সবুজ আলী (২৫), মো, আপন (১৮), সাকিবুল হাসান শোভন (১৮) ও মো. নুরুন্নবী প্রামাণিক (৩২)। তারা ভেড়ামারা উপজেলার মোকারমপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোকারমপুর ইউনিয়নের নওদা খেমিরদিয়ার এলাকার বাসিন্দা মো. বকুলের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের বাড়িতে হামলা করে সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। সবুজ একই ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা সোনা আলীর ছেলে।

সবুজরা হামলা চালালে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। তারা সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

ভুক্তভোগী বিজয়ের বাবা মো. বকুল বলেন, পূর্ববিরোধের জেরে সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেল যোগে ১০ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা করে। তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশের পুকুরে ফেলে দেয়।

১টি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়ে ভেড়ামারা থানার ওসি বলেন, ‘দুটি অস্ত্র পুকুরে ফেলে দেওয়ার যে তথ্য জানানো হচ্ছে, সেটা আমরা খতিয়ে দেখব।’

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার
বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা