গোপালগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।
পরিবারের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশে একটি মোটরসাইকেলে করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এ ঘটনায় দিপু এবং বিশাল ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ঘন কুয়াশা থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এজে)

মন্তব্য করুন