মুন্সিগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান, ৩০ লাখ মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৩| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৮
অ- অ+

মুন্সিগঞ্জের মুক্তারপুরে কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুরের দশমিয়া, পঞ্চসার ও বৌ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ টি কারেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউন তল্লাশি করে আনুমানিক ৩০ লাখ মিটার কারেন্ট জাল, জাল তৈরীর কাজে ব্যবহৃত ২ হাজার ১০০ পিস সুতার রিল ও ৫০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১০ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং অবৈধ জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরন করা হয়।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভন্ড রাজনৈতিক দলের মুখোশ খুলে দিতে হবে: মির্জা আব্বাস 
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার
দোসরদের প্রতি দয়া নয়, বয়কট করুন: নাসির উদ্দীন পাটোয়ারী
চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা