এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: ফারুকী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৫২
অ- অ+

নারায়ণগঞ্জে লালনমেলা-পালাগান বন্ধ ও মাজারগুলোতে হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘৫ আগস্টের পর অন্যরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছে। ১৫-২০ দিন কোথাও পুলিশের এক্টিভিটিস দেখা যায়নি। কিন্তু আমরা ওইসময় যা করেছি মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি, আমরা নিজেরা নিজেদের পাশে দাড়িয়েছি। এটাই মূলত বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্প্রিড।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াব। এতে কার ধর্মীয় পরিচয় কী, কার অন্য পরিচয় কী, এটার দিকে আমরা তাকাবো না। এটা সরকারেরও দর্শন। আমরা সব ধর্ম সব বর্ণ যার যা পরিচয় এই পরিচয়ের ভিত্তিতে আমরা কেউ কাউকে আলাদা করবো না। সবার পাশে আমরা থাকবো। তবে, সাংস্কৃতিক পোগ্রামকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার করছি না। সেসব বিষয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বৈচিত্রের জায়গা, বৈচিত্র রক্ষার্থে সরকার কাজ করবে। এটার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটাই দক্ষতা। সামনে এগিয়ে যেতে গেলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেছনে কোন রাস্তা ফেলে এসেছি, কোন রাস্তা দিয়ে হেঁটে এসেছে জাতি এটা নজরে রাখে। এটার দিকে নজর রাখার কাজ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনের। এ মেলায় আমাদের খেয়াল রাখার জন্য, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোন জায়গা থেকে ফিরে এসেছি।’

জাদুঘর এলাকা উন্নয়ন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলে, ‘আমরা তো এখানে মাত্র এসেছি, এসেই প্রথমে যে উপলব্ধিটা করেছি। এখানে আসার মূল বাঁধা হচ্ছে প্রবেশ সড়কটা সরু। ফলে মানুষের সমস্যা হয়। এটা আমরা চাইলে আজকেই সমাধান করতে পারবো না। কিন্তু আমরা এই সমস্যাটা চিহ্নিত করেছি এটার কাজ আমরা করতে চাই। এখানকার রাস্তা প্রশস্ত করতে চাই। এর কারণ ঢাকাসহ বাংলাদেশে সব প্রান্তের মানুষজন স্বাচ্ছন্দ্যে আসতে পারে। পাশাপাশি বিদেশি যারা আসবেন তারাও যেন গাড়ি নিয়ে সরাসরি প্রবেশ করতে পারে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুল রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল প্রমূখ।

উদ্বোধনী উৎসবে দেশের প্রখ্যাত দুজন কারুশিল্পীকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা ও তিনজন কারুশিল্পীকে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার-২০২৪ দেওয়া হয়।

এ বছর নকশীকাঁথা শিল্পের জন্য বেগম হোসনে আরা ও তামা-কাঁসা শিল্পের জন্য মানিক সরকার আজীবন সম্মাননা পেয়েছেন। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা ও দেড় ভরি ওজনের পদক দেওয়া হয়। এ বছর শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার- ২০২৪ পেয়েছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুশিল্পী মিলঞ্চি সিং, চিত্রিত হাতি ঘোড়া কারুশিল্পী ধীরেন্দ্র সূত্রধর ও টেপা পুতুল কারুশিল্পী সুনীল পাল৷ পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে একভরি ওজনের পদক ও এক লাখ টাকা করে দেওয়া হয়েছে।

এ বছর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজন মাসব্যাপী এ মেলায় ১০০টি স্টলে শুরু হয়েছে কারুশিল্পী প্রদর্শনী। এছাড়া লোকজ সংগীত, নাগর দোলা, বায়স্কোপসহ নানা আয়োজন থাকছে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা