শিবচরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:২২| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪
অ- অ+

মাদারীপুরের শিবচরে স্কুলে যাওয়ার সময় বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় মো. বাইজিদ হোসাইন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে শিবচরের পাঁচ্চরে যাত্রী ছাউনির কাছে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ড্রামট্রাক শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।

নিহত বাইজিদ শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মো. ফারুক শরিফ ও মুন্নি আক্তার দম্পতির ছেলে। সে পাঁচ্চরের এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পাশে সানসাইন প্রি ক্যাডেট স্কুল নামক কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে অটোরিকশায় করে বাইজিদকে নিয়ে তার মা স্কুল সংলগ্ন যাত্রী ছাউনির কাছে নামেন। সংযোগ সড়ক পার হওয়ার জন্য সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল শিশু বাইজিদ। এসময় পাঁচ্চর থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ড্রামট্রাক বেপরোয়া গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসকরা। শনিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিনই এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে অসংখ্য ড্রামট্রাক বালু নিয়ে যাওয়া-আসা করে। এসব ড্রামট্রাকের বেশির ভাগ চালকই অপ্রাপ্ত বয়স্ক। কোনো রকম ড্রাইভিং লাইসেন্স নেই তাদের। এসব ড্রামট্রাক সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। বৃহস্পতিবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এগুলো বন্ধ করা জরুরি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ পিপিএম বলেন, ‘বাইজিদ হোসাইন নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র গত বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় আহত হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর পেয়েছি। অত্যন্ত দুঃখজনক! অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা