পিরোজপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

পিরেজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৭| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭
অ- অ+

পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার 'সোনারগোপ' নামক স্থানে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রতন বেপারী উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে।

রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী বলেন, ‘গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সাথে লেনদেন করতেন। শনিবার বিকালেও আমি এবং আমার ছেলের সাথে ফোনে কথা হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না কেন তিনি গলায় দড়ি দিতে যাবেন।’

গ্রাম চৌকিদার দীপেন সরকার বলেন, ‘সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আম গাছের সাথে রতন বেপারীর ঝুলন্ত মরদেহ। দেখার সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।’

ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী চিকিৎসকরা আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন: ডা. রফিক
যুবদল নেতা মনিরের ‘বার কাণ্ড’: মদ্যপান, হুমকি, হামলা—শেষমেশ বহিষ্কার
সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের, নির্বাচন বিষয়েও জানতে চেয়েছে দেশটি: পররাষ্ট্র উপদেষ্টা
এহসান মাহমুদে বিব্রত বিএনপি, যেভাবে দলে ঢোকেন তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা