গুলশানে ব্যবসায়ীর বাসায় ডাকাতির মামলা না নিয়ে বরখাস্ত হলেন ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৬
অ- অ+

রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ সাময়িক বরখাস্ত হয়েছেন। রবিবার দুপুরে ডিএমপি কমিশনার এই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে সদরদপ্তরে সংযুক্ত করেন। ডিএমপির একাধিক সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ১১ জানুয়ারি স্বনামধন্য একজন ব্যবসায়ীর বাসায় যৌথবাহিনী পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডের বাসা থেকে ডাকাতদল ৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৬ লাখ টাকা এবং মূল্যবান জিনিস নিয়ে যায়।

ঘটনার পরের দিন থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। তবে মামলা নিতে গড়িমসি করে থানা পুলিশ। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত কারর পর গুলশান থানার ওসি তৌহিদ আহম্মেদ সাময়িক বরখাস্ত হলেন। তবে এখনও নতুন কাউকে থানার দায়িত্ব দেওয়া হয়নি।

গুলশান বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে ঢাকা টাইমসকে বলেন, ‘মামলার এজাহারে যৌথবাহিনী লেখা থাকায় থানা পুলিশ সরেজমিন খোঁজখবর নিতে থাকে। তবে ঘটনা অনুসন্ধানে বেশ কয়েকদিন চলে যায়। ভুক্তভোগী কয়েকবার থানায় যোগাযোগ করলেও পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ডিএমপির ঊধ্বর্তনদের বিষয়টি জানানো হয়। এরপরই ওসিকে গুলশান থানা থেকে সরিয়ে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা