যে কীর্তিতে গেইল, তামিম, মুশফিক, রিয়াদের পাশে বিজয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১২:১০
অ- অ+

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে আরও একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা। খুলনার বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে দুর্বার রাজশাহীর দরকার ছিল ১৭ রান। আর বিজয়ের সেঞ্চুরির জন্য তখন দরকার ছিলো ৯ রান।

তবে বিজয়ের সেঞ্চুরি পূরণ হলেও দল না জেতায় হতাশ হয়েছেন রাজশাহীর সমর্থকেরা। শেষ ওভারে দুটি ডট বল ছিল, বাকি ৪ বলে ৯ রান এসেছে বিজয়ের ব্যাট থেকে। আর তাতেই ৭ রানে হারে রাজশাহী।

মাত্র ৫৭ বলেই দারুণ এক সেঞ্চুরি করেন এনামুল হক বিজয়। ৫৭ বলে নিজের প্রথম বিপিএল সেঞ্চুরিটা বিজয় পেয়েছেন ঠিকই। কিন্তু মিস করে গিয়েছেন দলের জয়। পুরস্কার বিতরণের মঞ্চে এসেও তাই ক্ষমা চাইলেন দলের কাছে। দারুণ সম্ভাবনা থাকার পরেও দিনটা আর রাজশাহীর হয়নি। যদিও আনামুল হক বিজয় নিজের আর বিপিএলের রেকর্ডটা সমৃদ্ধ করেছেন দারুণভাবে।

খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে ১০০ রানের ইনিংস বিজয় সাজিয়েছিলেন ৯ চার এবং ৫ ছক্কায়। আর তাতেই বিপিএল ইতিহাসের মাত্র ৫ম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মালিক হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। যে তালিকায় আগে থেকে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে বিজয়ের মাহাত্ম্যটা তুলনা চলে কেবল গেইল এবং তামিমের সঙ্গে। বিপিএলে সেঞ্চুরি এবং ১০০ ছক্কা আছে কেবল এই ৩ জনেরই। দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি এবং ১৪৩ ছক্কা ইউনিভার্স বস খ্যাত গেইলের। তামিম ইকবালের ছক্কা ১১৯টি, সেঞ্চুরি ২টি। আর গতকালই অভিষেক সেঞ্চুরির স্বাদ পাওয়া বিজয়ের ছয়ের সংখ্যা ১০৪টি।

মুশফিকুর রহিমের ১০২টি এবং মাহমুদউল্লাহ রিয়াদের ১০০ ছক্কার কীর্তি থাকলেও তাদের কেউই বিপিএলে পাননি সেঞ্চুরি। মুশফিকের সর্বোচ্চ ৯৮। সেই ইনিংসে তিনি ছিলেন অপরাজিত। আর মাহমুদউল্লাহ সর্বোচ্চ গিয়েছেন ৭৩ পর্যন্ত।

এদিকে নিজের সেঞ্চুরির মাধ্যমে বিপিএল ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও করেছেন বিজয়। ২০২৫ বিপিএলে তার ব্যাটে চড়ে দেখা গেল ৭ম সেঞ্চুরি। এক বিপিএলে এর আগে সবচেয়ে বেশি ছিল ৬ সেঞ্চুরি। ২০১৯ সালে দেখা মিলেছিল এত সেঞ্চুরির। রানবন্যার এই বিপিএল সেটাকে টপকে গেল আসরের ২০ ম্যাচ বাকি থাকতেই।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা