শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১৭:১৪| আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৭:১৯
অ- অ+

চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। এবার সেই হারের প্রতিশোধ নিলো ঢাকা। চলতি বিপিএলের দ্বিতীয় দেখায় শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটকে ৬ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।

সোমবার (২০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে তারা। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস। এতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে ছয়ে উঠে এসেছে শাকিব খানের দল।

সিলেটের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রনি তালুকদার ও জর্জ মুন্সি। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। ৫ বলে ৩ রান করে জর্জ মুন্সি সাজঘরে ফিরে গেলে ১১ রানেই ভেঙে যায় এই জুটি।

জর্জ মুন্সির বিদায়ের পর জাকির হাসানের সঙ্গে জুটি বাধেন রনি তালুকদার। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামিয়ে ঢাকাকে স্বস্তি এনে দেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান। আউট হওয়ার আগে করেন ৭ বলে ৮ রান। তার বিদায়ে ৩২ রানে ২ উইকেট হারিয়ে বসে সিলেট।

৩২ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন রনি তালুকদার ও অ্যারন জোন্স। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে সিলেট। ঢাকার বিপক্ষে আজ ৩৩ বলে অর্ধশতক তুলে নেন রনি।

ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠে এই জুটি। অবেশেষে এই জুটিকে থামিয়ে ঢাকাকে ব্রেকথ্রু এনে দেন থিসারা পেরেরা। থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৩২ বলে ৩৬ রান করা অ্যারন জোন্স। তার বিদায়ে ভাঙে ৮০ রানের জুটি।

অ্যারন জোন্সের বিদায়ের পর সাজঘরে ফিরে যান অর্ধশতক তুলে নেওয়া রনি তালুকদারও। ৪৪ বলে ৬৮ রান করে থিসারা পেরেরার দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে সিলেট।

এই দুই ব্যাটারের বিদায়ের পর জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন আরিফুল হক ও জাকের আলী। দুজনের ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৬০ রানের কোটা পার করে সিলেট। ১২ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। ১৯তম ওভারে প্রথম তিন বলে তিন চার মেরে আশা জাগিয়েছিল জাকের। কিন্তু পরের বলেই ক্যাচ হন তিনি। এতে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। ১৩ বলে ২৮ রান করেন জাকের।

৬ বলে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ২৩ রান। প্রথম বলেই ছক্কায় মোস্তাফিজকে ছক্কা হাঁকাট সাইমুল্লাহ শিনওয়ারি। পরের বলে চার মেরে সিলেটকে জয়ের আশা দেখান তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নিলে চতুর্থ বলে ক্যাচ আউট হন ১৩ বলে ২৯ রান করে আরিফুল। পঞ্চম বলে শিনওয়ারি রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে তারা। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। এ ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত ও মুকিদুল ইসলাম শিকার করেন একটি করে উইকেট।

এর আগে আজ সোমবার (২০ জানুয়ারি) টস জিতে আগে আগে ব্যাট করতে নামে ঢাকা। ব্যাট করতে নেমে আগের ম্যাচে দর্শকদের কাছে থেকে‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি শোনা লিটন দাস ব্যাট হাতে জ্বলে উঠলেন। ৪৮ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর তাকে যোগ্য সঙ্গ দিয়ে ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন থিসারা পেরেরা। যার ফলে সিলেটের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে ঢাকা।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা