সংস্কারও প্রয়োজন নির্বাচিত সরকারও প্রয়োজন: এ্যানি

একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে জাতি তাকিয়ে আছে মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দ্রব্যমূল্যের যেন উর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। স্থিতিশিলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার।
তিনি বলেন, ‘বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে৷ সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।’
মঙ্গলবার লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আরাফাত রহমান কোকো একজন পরিচ্ছন্ন নির্ভেজাল ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিকেএসপির অন্যতম উদ্যেক্তা ছিলেন। এদেশে আধুনিক ক্রিকেট সহ খেলাধুলার প্রসারে তিনি ব্যাপক অবদান রেখেছেন। তিনি কখনোই রাজনীতির সাথে জড়াননি। অথচ বিগত সরকার তাকে সম্মানতো দেনই নাই বরং রাজনৈতিক বিদ্বেষী হয়ে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নানাভাবে নির্যাতন করে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
অনুষ্ঠানে ট্রফি উন্মোচন, বেলুন ও পায়রা উড়িয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাসেম, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন প্রমুখ।
কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত আরো ছিলেন- জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।
লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। টুর্নামেন্টে জেলার মোট ৩০টি দল অংশগ্রহণ করছে বলে জানায় আয়োজক কমিটি। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতা করছেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা তানিম এনাম।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি)

মন্তব্য করুন