এবার মালয়েশিয়ান নম্বর থেকে বিমানবন্দরে হুমকি, নিরাপত্তা জোরদার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:০৪| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:০৫
অ- অ+

পাকিস্তানের পর এবার একটি মালয়েশিয়ান নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি বার্তা দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টায় এই বার্তা আসে। এরপরই সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে চালানো হচ্ছে তল্লাশি।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি। এরপরই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাত ১১টায় বিমানবন্দরে ডিউটিরত এপিবিএনের এক অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকির বার্তা পাঠানো হয়। এই হুমকি বার্তার আদৌ কোনো সত্যতা আছে কি না, তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে পাকিস্তানি একটি নম্বর থেকে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তা দেওয়া হয়। এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তাটি আসে। সে সময় দায়িত্বে ছিলেন এএসপি আব্দুল হান্নান।

ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলোর বিস্ফোরণ ঘটানো হবে।

যদিও বুধবার সকালে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বেলা সাড়ে ১০টায় বোম্ব ডিস্পোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা তল্লাশি চালায়। কিন্তু তারা বিমানের কোথাও বিস্ফোরকের কোনো আলামত পায়নি।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা