বিপিএল: বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ, পরীক্ষা দিলেন আলিস

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। দেখতে দেখতেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবারের বিপিএল। ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরেছে ঢাকায়। লিগ পর্বের ৪২ ম্যাচের মধ্যে ইতিমধ্যে ৩২টি ম্যাচ শেষ হয়েছে।
বিপিএলের এগারতম আসরে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের পর চেনা ছন্দে রয়েছে চিটাগং কিংস। দলের মতো চেনা ছন্দে রয়েছে দলটির স্পিনার আলিস আল ইসলামও। তবে ফর্মের তুঙ্গে থেকেও প্রশ্ন উঠেছে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে। যার জন্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে।
জানা যায়, আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছে। বিসিবির আম্পায়ার্স কমিটির সূত্র জানায়, পরীক্ষার ফলাফল আজ বা আগামীকাল প্রকাশিত হতে পারে। সম্প্রতি বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।
গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন।
অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস। তবে এরপর গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলছেন তিনি। সেদিনই জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে পরীক্ষা দিতে হবে।
এর আগেও একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডাইনামাইটসের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন।
এবারের বিপিএলে ৮ ম্যাচ খেলেছেন আলিস, তাতে তিনি আসরের পঞ্চম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ১৬.৫৮ গড় ও ৬.৪২ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তার দলও আছে মোটামুটি ভালো অবস্থানে, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে।
(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন