‘যারা চাঁদাবাজি করছে তারা শহীদ জিয়ার সৈনিক নয়’ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪২
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেছেন জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল।

শনিবার বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব প্রচারপত্র বিতরণ করেন।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে ওয়ালিউর রহমান আপেল বলেন, যারা চাঁদাবাজি করছে, যারা মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছেন তারা কোনোভাবেই শহীদ জিয়ার সৈনিক নয়। তারা জাতীয়তাবাদী দলেরও লোক নয়।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

এসময় সোনারগাঁও পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, জেলা ছাত্রদলের সহ সম্পাদক আশিকুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘ রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন প্রভৃতি।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার
বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক
ঝিনাইদহে বাড়ছে ঝুঁকিপূর্ণ তামাক চাষ
মেক্সিকোতে ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারীকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা