নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত বেড়ে ৩ 

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬
অ- অ+

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আলী আহমদ (২৩), আলমগীর হোসেন আলম (১৯) ও অজ্ঞাত (২৫)।

এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের মধ্যে বন্দুক ও টেঁটাযুদ্ধ হয়। এতে জাকির হাসান রাতুলের সমর্থক দুজন ও আশরাফুল ইসলামের সমর্থক একজন নিহত হন।

তিনি আরো বলেন, দুই পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া ছড়িয়ে শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন বলে শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি, পরে বিস্তারিত জানাতে পারব।

(ঢাকা টাইমস/২৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা