আখাউড়ায় সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:২৬| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭
অ- অ+

চলতি মৌসুমে বোরো ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। বুধবার উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামে ফসলের মাঠে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ধাতুর পহেলা গ্রামে ১৫০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস-ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। এ কার্যক্রমের উদ্দেশ্য হলো সমলয় এবং শ্রম সাশ্রয় করা।

ধাতুর পহেলা গ্রামের মো. আরমান আলী বলেন, দীর্ঘ দিন ধরে কৃষিজমিতে ধান আবাদ করছি। কিন্তু এ পদ্ধতিতে আগে কখনো আবাদ দেখিনি। প্রথমবারের মতো কৃষি কার্যালয়ের আগ্রহে এবং তাদের সহযোগিতায় সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ করছি। আশা করছি ফলন ভালো হবে।’ ফলন ভালো হলে কৃষকদের আগ্রহও বাড়বে বলে জানান তিনি।

জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন বলে উল্লেখ করে আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় সম্ভব।

সমলয় পদ্ধতিতে ধান চাষ উদ্বোধন উপলক্ষে সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মোগড়া ইউনিয়নের প্রশাসক ডা. এ এইচ মামুন, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, কৃষক আলমগীর মিয়া, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. আব্দুল বাতেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসলেই কি আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে?
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা