শততম টেস্টের আগে অবসরের ঘোষণা দিমুথ করুনারত্নের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪
অ- অ+

দিমুথ করুণারত্নে, শ্রীলঙ্কার টেস্ট দলের অন্যতম সেরা ওপেনার। তবে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে ব্যাট হাতে খুবই খারাপ সময় পার করছেন তিনি। নিজের চেনা ছন্দে কোনোভাবেই ফিরতে পারছেন না তিনি। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রীলঙ্কার তারকা ওপেনার দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের পরই জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই ওপেনার।

দারুণ এক মাইলফলের সামনে দাঁড়িয়ে দিমুথ করুনারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে দ্বিতীয় টেস্টটি খেলতে নামলেই শততম টেস্ট পূর্ণ করবেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। মাত্রই সপ্তম লঙ্কান ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। ১০০ টেস্ট খেলা যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন। করুনারত্নের জন্যও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টটাই ক্যারিয়ারের শেষ টেস্ট হতে যাচ্ছে।

তিন কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন করুনারত্নে। ২০২৬ এর মে পর্যন্ত মাত্র ২টি টেস্ট খেলবে শ্রীলঙ্কা, করুনারত্নের মতো লাল বলের বিশেষজ্ঞ ব্যাটারের জন্য এতদিন ক্রিকেট না খেলে মনঃসংযোগ ধরে রাখাটা কঠিন। ৩৬ বছর বয়সী এই ওপেনার গত ১৪ মাস ধরে রান করতে ভুগছেনও, ২০২৪ এর শুরু থেকে মাত্র ২৭.০৫ গড়ে রান করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টটিই এই চক্রে শ্রীলঙ্কার শেষ টেস্ট।

অবসর গ্রহণের সিদ্ধান্তের ব্যাপারে ইএসপিএন-ক্রিকইনফোকে করুনারত্নে বলেন, ‘চলে যাওয়ার এটাই সেরা সময়, তিন থেকে চারজন তরুণ খেলোয়াড় টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্রে জায়গা পেতে পারে। তার ওপর এই ম্যাচটা (অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট) গলে হবে, যেখানে আমার অভিষেক হয়েছিল, তাই এটাই বিষয়টা শেষ করার মোক্ষম জায়গা।’

সিদ্ধান্তের বিষয়টি নাকি সিরিজের প্রথম টেস্ট শেষেই জানিয়ে রেখেছিলেন করুনারত্নে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শেষেই আমি এসএলসিকে (শ্রীলঙ্কা ক্রিকেট) জানিয়েছিলাম, এটাই হয়তো আমার শেষ টেস্ট।’

২০১২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয় করুনারত্নের। ২০১৪ সালে কিছুদিনের জন্য দল থেকে বাদ পড়েছিলেন তিনি, কিন্তু সে বছর শেষের দিকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর থেকে টানা খেলে ১৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কার বর্তমান স্কোয়াডের অন্যতম বয়োজ্যেষ্ঠ এই সদস্য।

১২ বছরের ক্যারিয়ারে ওপেনার হিসেবে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন করুনারত্নে। ৯৯ টেস্টে ৩৯.৯৯ গড়ে ৭০৭৯ রান করেছেন তিনি। সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়াহ মুরালিধরন, চামিন্দা ভাস, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের পর সপ্তম শ্রীলঙ্কান হিসেবে করুনারত্নে ১০০ টেস্ট খেলতে চলেছেন।

এ বিষয়ে করুনারত্নে বলেন, ‘১০০ টেস্ট খেলা কঠিন ব্যাপার, বিশেষ করে যখন আপনি একজন ওপেনার এবং আপনি দলের জন্য কুৎসিত দিকগুলো সামলান। যদি আমি আক্ষেপের দিয়ে তাকাই, তাহলে ১০ হাজার রান করতে না পারার দিকটাই বলব। আমার মনে হয়, আমি যেভাবে ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে খেলেছি, আমার সুযোগ ছিল সেখানে পৌঁছানোর। কিন্তু এরপর কোভিড এলো এবং শ্রীলঙ্কা আর আগের মতো টেস্ট খেলার সুযোগ পেল না।’

তিনি যোগ করেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারলে ভালো লাগত এবং ফাইনালে খেলার অভিজ্ঞতা থেকে বুঝতাম ফাইনাল খেললে কেমন অনুভূতি হয়। আমরা দুইবার কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি।’

করুনারত্নে দুই দফায় ৩০ টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ২০১৯ এর দিকে প্রথম দফায় তার অধিনায়কত্ব বেশি ফলদায়ক ছিল।

(ঢাকাটাইমস/০৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা