গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব ও স্বীকৃতি দিবে বিএনপি: আমিনুল হক

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দানকারী শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বুধবার রাজধানীর মোহাম্মদপুর শের শাহ শুরী রোড ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, যাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে এবং গত জুলাই আগস্টে যে সকল ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, বিএনপির যে সকল ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের যে সকল সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই সকল শহীদদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।
আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছরে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলে যার বয়স ৫০ ছিল,সেও নাকি মুক্তিযোদ্ধা ছিল। অর্থাৎ জন্মের আগেই সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই যে স্বৈরাচার আওয়ামী সরকার বিতর্কিত মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করেছিল কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে বাংলাদেশের সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় গত ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে পাঠ্য পুস্তকে আমাদের সন্তানদেরকে ভুল ইতিহাস শিখিয়েছে, কিন্তু আমরা সেই ভুল ইতিহাসকে বাতিল করে বাংলাদেশের সঠিক ইতিহাস আমাদের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।
বিএনপি স্বাস্থ্য সেবাকে সার্বজনীন করবে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের সাধারণ সকল মানুষকেই ফ্রি স্বাস্থ্য সেবা দেয়া হবে। ধনী গরীব সকলের চিকিৎসা সেবার ইন্স্যুরেন্স করে দেওয়া হবে। যাতে সে ইন্সুরেন্সের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে।
তিনি বলেন, স্বৈরাচারের সুবিধা নিয়ে গত ১৭ বছরে ধনী আরও ধনী হয়ে গেছে আর গরিব হয়ে গেছে আরও গরিব কিন্তু আমরা ধনী গরিবের ভারসাম্য ঠিক রাখব।
তিনি আরও বলেন, যারা দিন এনে দিন খায়, যারা সাধারণ মানুষ প্রত্যেকটি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিককামী রাষ্ট্র তৈরি করতে পারব।
কোনো দখলদারি চাঁদাবাজি লুটতরাজের স্থান বিএনপিতে নেই। সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, কিশোর গ্যাং, বিশৃঙ্খলাকারীর বিএনপিতে জায়গা হবে না বলেও তিনি তার বক্তব্যে দলের নেতাকর্মীদেরকে এই বিষয়ে সতর্ক করেন।
বিএনপি জনগণের দল, জনগণের কথা চিন্তা করেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফার রূপরেখা দিয়েছেন, বলে আমিনুল হক তিনি তার বক্তব্যে ৩১ দফা রূপরেখার বিস্তারিত তুলে ধরেন।
মোহাম্মদপুর থানা বিএনপি আহ্বায়ক শুক্কুর মাহমুদ এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।
এছাড়াও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবীন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, উত্তর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, মো.পুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এ্যাড. মাসুম খান রাজেশ সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মো. ওসমান গণি সেন্টু, আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ৩১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যায় পল্লবীর প্যারিস রোডে ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমিনুল হক।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/জেবি/এমআর)

মন্তব্য করুন