শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রুবাইয়াত-উল-ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিন আদালতে নির্ধারিত সময়ে মাঝে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন।
গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে এক কোটি ৯২ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ করা হয় মামলায়।
মামলা থেকে আরও জানা গেছে, ব্যাংক কর্মকর্তারা কাস্টমার ডিউ ডিলিজেন্স অনুসরণ না করে পণ্য রপ্তানির বিপরীতে কোনরূপ রেকর্ডপত্র না পেয়েও কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার টাকা বাংলাদেশে নিয়ে এসেছে। এর মধ্যে তিনি এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা নিজে গ্রহণ করেন।
২০২০ সালে প্রথম বিএসইসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া শিবলী রুবাইয়াত গতবছরের ১৬ মে পুনর্নিয়োগ পেয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট পদত্যাগ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৯ অক্টোবর শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এরপর গত ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন