ছাত্র-জনতার আগুনে পুড়ল সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িও

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০
অ- অ+

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০০-৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। এরপর বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সবকটি রুমে ভাঙচুর চালানো হয়। লাগানো হয় আগুন। এসময় পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে পুরো বাসভবনের অধিকাংশ রুম তখন পুড়ে যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছে।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বাসায় গিয়ে আগুন নেভানো হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিস ফিরে এসেছে।

(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে আ. লীগ নেতাকে হেনস্থার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা