অভিনেত্রী শাওনকে ডিবির জিজ্ঞাসাবাদ, মামলার সিদ্ধান্ত হয়নি এখনো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২০
অ- অ+

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে গ্রেপ্তারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাওনকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি ভারতের কলকাতার হোটেল পার্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে বলেন, 'এখনো আমরা শাওনকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। তিনি যেসব তথ্য দিচ্ছেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে মামলা হবে কি-না বা কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে কি-না তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।'

সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি ভারতের কলকাতার হোটেল পার্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে।

এক প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, 'ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠিত একটি সভায় শাওন অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সেই বিষয় নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।'

এদিকে রাত সাড়ে ১২টার দিকে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত অভিযোগে আরেক অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা