গাজীপুরে অবরোধে হাসনাত-সারজিস

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯
অ- অ+

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়কে সংগঠনটির অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

আজ শনিবার ( ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে তারা অবস্থান নেন। এর আগে থেকে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।

গতকাল শুক্রবার রাতে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে একদল মানুষ লুটপাট করছে এমন খবর পেয়ে ছাত্ররা সেখানে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে ১৫ জন আহত হন। তাদের মধ্যে সাতজনের আঘাত গুরুতর, তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুরের ঘটনাকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ফাঁদ বলে সন্দেহ করছেন ছা্ত্ররা। তারা বলছেন, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

ঘটনার প্রতিবাদে আজ সকালে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।

জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন।

বেলা দুইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ছাত্ররা দুপুরের পর সড়কে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন। শুক্রবার রাতের হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

শুক্রবার রাতের ঘটনায় আহতরা জানান, তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন যে কোথাও ভাঙচুর হলে তাদের জানাতে। শুক্রবার রাতে তাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা লুটপাট হচ্ছে।

এই খবর পেয়ে লুটপাট ঠেকাতে শিক্ষার্থীরা সেখানে রওনা দেন। এর মধ্যে ১৫ জন আগে আগে ঘটনাস্থলে পৌঁছে যান। সময় মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা করা হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটানো হয়। পুলিশকে খবর দিলেও তারা দুই ঘণ্টা পর ঘটনাস্থলে যান বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা