দিনাজপুরে গোডাউন থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরলে একটি গোডাউন থেকে জাকির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ধুকুরঝাড়ি ঢেরাপাটিয়া বাজার এলাকার গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করে করা হয়।
নিহত জাকির হোসেন দিনাজপুর শহরের পশ্চিম চাউলিয়াপট্টি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পুরাতন বাহাদুর বাজারে পাটোয়ারী স্টোরের বিপরীতে একটি মুদির দোকান চালাতেন।
নিহতের চাচাতো ভাই মনসুর আলী জানান, জাকিরের একমাত্র মেয়ে ঢাকায় থাকেন। দুপুর থেকে তিনি বাবার সঙ্গে মোবাইলে যোগাযোগ করছিলেন। কিন্তু সেটি বন্ধ থাকায় প্রতিবেশীর মোবাইলে বিষয়টি জানান। সন্ধ্যায় সেই প্রতিবেশী জাকির হোসেনের গোডাউন ঘরে প্রবেশ করে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়দের এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’
তিনি জানান, ‘মরদেহ উপুড় অবস্থায় পাওয়া গেছে। মরদেহের মাথা ও গলায় জমাট বাঁধা রক্তের দাগ। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন