দেশের স্থিতিশীলতা রক্ষায় আড়াইহাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১
অ- অ+

দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাশরুর আহমেদ বলেন, ‘একটা সময় ছিল আমরা আড়াইহাজারে ঢুকতে পারতাম না। এখন এই সুযোগ হয়েছে। কোন কারণে যদি দেশের পরিবেশ নষ্ট হয়ে যায় আমরা আর দাঁড়াতে পারবো না।’

তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে সমাজে হানাহানি-বিশৃঙ্খলা কমে যাবে। দেশে স্থিতিশীলতা বজায় থাকবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা সাদেকুর রহমান, সাবেক সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, হাইজাদী ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক, ফতেহপুরের সদস্য মাওলানা আবুল কাসেম ও গোপালদী পৌরসভার সহ-সভাপতি মাওলানা মোস্তফা প্রমুখ।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা